নোটিশ

বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১২

নামাযের ওয়াক্তের বিবরণ


[মাসিক আল-বাইয়্যিনাত শরীফ ৩৬ তম সংখ্যা (আগস্ট ১৯৯৬ ঈসায়ী) থেকে সংগৃহীত ]

* মাগরিবের নামাযের সময় প্রায় সোয়া এক ঘোন্টা।
* ইশার নামায মধ্য রাতের পূর্বে আদায় করা সুন্নাত, তবে ইশার নামাযের ওয়াক্ত সুবহি সাদিকের পূর্ব পর্যন্ত।
* বিতর নামায ফজর নামাযের পূর্বে আদায় করতে হয়।

[মাসিক আল-বাইয়্যিনাত শরীফ ১৪৫ ও ১৫১ তম সংখ্যা (সেপ্টেম্বর, ২০০৫ ও মার্চ ২০০৬ ঈসায়ী) থেকে সংগৃহীত ]