নোটিশ

বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৩

মহান আল্লাহ পাক উনার দর্শন মুবারক ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আলোচনা

[মাসিক আল-বাইয়্যিনাত শরীফ ১৬ তম সংখ্যা (সেপ্টেম্বর ১৯৯৪ ঈসায়ী) এবং ১৪৭-১৪৮ তম সংখ্যা (নভেম্বর-ডিসেম্বর ২০০৫ ঈসায়ী) থেকে সংগৃহীত ]


আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনাদের ফতওয়া হল- মহান আল্লাহ পাক উনাকে দুনিয়াতে দেখা সম্ভব নয়। যদি কেউ বলে- আমি সরাসরি মহান আল্লাহ পাক উনাকে দেখেছি, তবে সেটা কুফরী হবে এবং তার উপর কুফরীর হুকুম বর্তাবে। তবে মহান আল্লাহ উনাকে হাক্বী‌ক্বী‌ ছূরত মুবারকে নয়, বরং মেছালী ছূরত মুবারকে দেখা সম্ভব।