নোটিশ

শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৩

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইন্তিকাল দিবসে শোক পালন করা যাবে না ।।

[মাসিক আল বাইয়্যিনাত শরীফ উনার ১০৫ তম সংখ্যা (মে-২০০২) থেকে সংগৃহীত]

শোক মাত্র তিন দিনের জন্য, কিন্তু খুশি প্রকাশ অনন্ত কালের জন্য। তাই একই মুবারক দিনে বিলাদত শরীফ ও বিছাল শরীফ হলেও ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করাই যুক্তিসঙ্গত, যা সকলের জন্যই ফরযে আইন।

কিছু সহীহ আক্বীদাঃ
  •  ওলী-আল্লাহ গণ মৃত্যুবরণ করেন না, বরং অস্থায়ী জগত থেকে স্থায়ী জগতে প্রত্যাবর্তন করেন।
  • যারা শহীদ উনারাও জীবিত।
  • হযরত নবী-রসূল আলাইহিমুস সালামগণ উনারাও রওজা শরীফে জীবিত থাকেন।
  • নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হায়াতুন নবী, তিনি শুধুমাত্র পর্দার আড়ালে তাশরীফ মুবারক নিয়েছেন। সুবহানাল্লাহ!