[মাসিক আল-বাইয়্যিনাত শরীফ ৫৭ তম সংখ্যা (মে ১৯৯৮ ঈসায়ী) থেকে সংগৃহীত ]
- সুলতানুল হিন্দ, খাজা মুঈনুদ্দীন চিশতি রহমতুল্লাহি আলাইহি উনার কর্তৃক বর্ণিত "চার টুকরা বিশিষ্ট গোল টুপি"-এর হাদিস শরীফখানা অবশ্যই সঠিক ও অনুসরণীয়।
- উঁচু বুরনুস টুপি খাছ করে নাছারাদের আমল। যে সকল বর্ণনায় বুরনুস টুপির প্রমাণ পাওয়া যায়, তা ইসলামের প্রথম যুগের আমল ছিল।
- কিস্তি বা দোপাট্টা টুপি পরিধান করা নাজায়িজ, যা খাছ করে হিন্দু মারওয়ারীদের আমল।