নোটিশ

সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩

ফতোয়া: কদমবুছী করা যায়িজ ও সুন্নত (২)

[ মাসিক আল বাইয়্যিনাত শরীফ উনার ১২ তম সংখ্যা ( ঈসায়ী- নভেম্বর ১৯৯৩) থেকে সংগৃহীত ]

(২য় অংশ)
* আহকামে কদমবুছী
* হাক্কানী আলেমগণের ফযীলত
* সুন্নতের গুরুত্ব ও ফাযায়েল
* সাধারণ লোকদেরকে হাদিছ শরীফে দস্তবুছী, কদমবুছী ইত্যাদি করতে নিষেধ করা হয়েছে। কিন্তু আলেম, আদেল, বুযুর্গ ব্যক্তিদের দস্তবুছী, কদমবুছী ইত্যাদি করার আদেশ রয়েছে।