নোটিশ

সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩

কদমবুছী করার নিয়ম

[ মাসিক আল বাইয়্যিনাত শরীফ উনার ১৪৬-১৪৭ তম সংখ্যা (ঈসায়ী- নভেম্বর ২০০৫) থেকে সংগৃহীত ]
* পীর ছাহেব কিবলা আলাইহিস সালাম উনার সাক্ষাতকালে কদমবুছী করবে। বিদায় নেয়ার সময়ও কদমবুছী করে বিদায় নেবে।
* হযরত ছাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু তায়ালা আনহুগণের পরস্পরের মধ্যে কদমবুছীর প্রচলন ছিল।
* পিতা-মাতার কদমবুছী করা সুন্নত এবং ফযীলতের কারণ।
* ইমাম-মুজতাহিদ এবং আউলিয়ায়ে কিরামগণের মাঝেও কদমবুছীর প্রচলন রয়েছে।
* কদমবুছীর সময় অনিচ্ছা সত্ত্বেও যে মাথা ঝুকে যায়, তা সিজদার অন্তর্ভুক্ত নয়।
* তা'যীমি সিজদা ও কদমবুছী এক নয়।
* কদমবুছী করার তরীকা বা পদ্ধতি।
* তিনবার চুমু দেয়া উত্তম।