যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, সব ধরনের টুপি পরিধান করা সুন্নত -এ কথা বলা কুফরী।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, সব ধরনের টুপি পরা সুন্নত-এ কথা বলার দ্বারা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি মিথ্যারোপ করা হয়। বুখারী শরীফ-এর হাদীছ শরীফ উদ্ধৃত করে তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন “যে ব্যক্তি আমার নামে স্বেচ্ছায় মিথ্যা কথা বলবে সে যেন তার স্থান দুনিয়াতে থাকতেই জাহান্নামে নির্ধারণ করে নিল।” তিনি বলেন, বর্তমানে বাজারে অনেক টুপিই প্রচলিত রয়েছে, যে টুপিগুলোর উৎপত্তি বর্তমান কালেই। যেমন- কিস্তি টুপি, পাঁচ কল্লি টুপি জালি টুপি বা নেট টুপি ইত্যাদি।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, এখন কিছু দুনিয়ালোভী নামধারী আলিম তথা উলামায়ে ‘ছু’ বলে থাকে, সব ধরনের চুপি পরাই সুন্নত। তারা কি প্রমাণ করতে পারবে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব ধরনের টুপি পরেছেন? কস্মিনকালেও তারা তা পারবে না। তিনি বলেন, আবার অনেকে খাছ সুন্নতী টুপি কোনটা, তা না জানার কারণে বেদ্বীন-বদ্দ্বীন বা বিধর্মীদের টুপি পরছে। যেমন- বুরনুস, বা উঁচু টুপি ও কিস্তি বা লম্বা টুপি। অথচ বিধর্মীদের সাথে যেকোন ব্যাপারে সাদৃশ্য রাখা হারাম।
এ প্রসঙ্গে মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি মসনদে আহমদ ও আবূ দাউদ শরীফের হাদীছ শরীফ উদ্বৃত করে বলেন, হূযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে মিল রাখে সে তাদের অন্তর্ভুক্ত এবং তার হাশর-নশর তার সাথেই হবে।’
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, “চার টুকরা বিশিষ্ট, গোল, সাদা, সুতি কাপড়েরর তৈরি টুপি’ যা মাথার সাথে লেগে থাকে তা খাছ সুন্নত।’ কারণ হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত রয়েছে যে, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণের টুপি ছিল গোল, সুতি কাপড়ের, সাদা রঙের; যা মাথার সাথে লেগে থাকত এবং চার টুকরা বিশিষ্ট।
এ প্রসঙ্গে ইসরারুল আওলিয়া, আনীসুল আরওয়া কিতাবদ্বয়ে উল্লিখিত হাদীছ শরীফ উদ্ধত করে মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, হযরত জিবরিল আলাইহিস্ সালাম বেহেশ্ত হতে একটি টুপি এনে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পরিধান করতে দিয়ে বললেন, আপনি পরিধান করুন এবং আপনি যাকে ইচ্ছা তাকে এ টুপি দান করে আপনার খলীফা নিযুক্ত করুন। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চার টুকরা বিশিষ্ট গোল টুপিটি মাথায় পরিধান করেন এবং পরবর্তীতে হযরত আবূ বকর ছিদ্দীক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত ওমর ফারুক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত ওমসান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুকে একটি করে টুকরা দান করেন।’
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি সকলকে চার টুকরা বিশিষ্ট, গোল, সাদা, সুতি কাপড়ের সুন্নতি টুপির আমল করার মাধ্যমে হাক্বীক্বী সুন্নত পালনের দ্বারা আল্লাহ পাক এবং তার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সন্তুষ্টি ও রেযামন্দি হাছিলের কোশেশ করার আহ্বান জানান।