নোটিশ

সোমবার, ৮ আগস্ট, ২০১১

শরীয়তের দৃষ্টিতে তারাবীহ নামাযে বা অন্য যে কোনো সময় কুরআন শরীফ খতম বা তিলাওয়াত করে বা করিয়ে উজরত বা পারিশ্রমিক নেয়া ও দেয়া উভয়টাই জায়িয।।

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, তোমাদের জন্য যা হালাল করা হয়েছে তোমরা তা হারাম করো না। শরীয়তের দৃষ্টিতে তারাবীহ নামাযে বা অন্য যে কোনো সময় কুরআন শরীফ খতম বা তিলাওয়াত করে বা করিয়ে উজরত বা পারিশ্রমিক নেয়া ও দেয়া উভয়টাই জায়িয। এটাই তারজীহপ্রাপ্ত ও ফতওয়াগ্রাহ্য মত। তাই কুরআন শরীফ খতম বা তিলাওয়াত করে উজরত বা পারিশ্রমিক নেয়াকে নাজায়িয বলা কুফরী।

যামানার খাছ লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আযম, আওলাদুর রসূল, হাবীবুল্লাহ, সাইয়্যিদুনা, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, নির্ভরযোগ্য সকল ফিক্বাহ ও ফতওয়ার কিতাবে একথাই উল্লেখ আছে যে, উলামায়ে মুতাকাদ্দিমীন অর্থাৎ পূর্ববর্তী ফক্বীহগণ উনাদের মতে সকল ইবাদতের বিনিময়ে উজরত গ্রহণ করা নাজায়িয ছিলো। কিন্তু উলামায়ে মুতাআখখিরীন বা পরবর্তী ফক্বীহগণ উনারা ইসলামের বৃহত্তর স্বার্থে ইজতিহাদ করতঃ ফতওয়া বা রায় দেন যে, সময় ও স্থান নির্ধারণ করার শর্তে কুরআন শরীফ তিলাওয়াত বা খতম করাসহ সকল প্রকার ইবাদতের বিনিময়ে উজরত বা পারিশ্রমিক গ্রহণ করা জায়িয।
মুজাদ্দিদে আযম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, মানুষের দ্বীনদারী-পরহেযগারী ও দ্বীনের খিদমতে আগ্রহ হ্রাস পাওয়ায়, পরবর্তী আলিমগণ অর্থাৎ উলামায়ে মুতাআখখিরীনগণ উনারা ইজতিহাদ করতঃ ফতওয়া দেন যে, শর্ত সাপেক্ষে অর্থাৎ সময় ও স্থান নির্ধারণ করে দিলে কুরআন শরীফ খতমসহ সমস্ত প্রকার ইবাদতের বিনিময়ে উজরত বা পারিশ্রমিক গ্রহণ করা জায়িয।
মুজাদ্দিদে আযম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, সময় ও স্থান নির্ধারণ করে দেয়াতে সে ব্যক্তি তখন, সময় ও স্থানের মধ্যে আবদ্ধ হয়ে যায়। অতএব, তাকে যে উজরত বা পারিশ্রমিক দেয়া হবে, তা তার সময় ও স্থানে আবদ্ধ থাকার কারণে, ইবাদতের বিনিময়ে নয়। সুতরাং সময় ও স্থান নির্ধারণ করে দেয়ার কারণে আযান, ইমামতী, হজ্জ, জিহাদ, কুরআন শরীফ ও ফিক্বাহ শিক্ষা দিয়ে যেরূপ উজরত বা পারিশ্রমিক গ্রহণ করা জায়িয, তদ্রূপ কুরআন শরীফ খতম বা খতমে তারাবীহ পাঠ করেও উজরত বা পারিশ্রমিক গ্রহণ করা জায়িয। এমনকি উক্ত পারিশ্রমিক সে জোরপূর্বকও আদায় করতে পারবে।
মুজাদ্দিদে আযম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, নির্ভরযোগ্য, বিশ্ববিখ্যাত, সর্বজনমান্য ও শক্তিশালী সকল কিতাবে কুরআন শরীফ তিলাওয়াত করে উজরত গ্রহণ করা জায়িয বলা হয়েছে। যেমন- তাফসীরে ইকলীল৫ম খ-, ২১ পৃষ্ঠায় উল্লেখ আছে, “শায়েখ হযরত ছালেহ দাসুক্বী রহমতুল্লাহি আলাইহি তিনি একখানা কিতাব রচনা করেন, যার নাম রাখা হয়, ‘কাশফুল গুম্মাহ। তিনি উক্ত কিতাবে, বরকূবী ও আল্লামা ইবনে আবিদীন শামী উনাদের কিতাবের মত রদ করে দেন এবং কুরআন শরীফ তিলাওয়াত করে উজরত গ্রহণ করা জায়িয হওয়া সম্পর্কে চার মাযহাবের বহু বর্ণনা উল্লেখ করেন। অনুরূপ মক্কা শরীফ-এর মুফতী, মাওলানা আব্দুর রহমান সিরাজ ও মদীনা শরীফ-এর মুফতী, মাওলানা মুহম্মদ তাজুদ্দীন ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি উনারা কুরআন শরীফ তিলাওয়াত করে উজরত গ্রহণ করা জায়িয ফতওয়া দিয়েছেন।
ফতওয়ায়ে আলমগীরী৪র্থ খ-ের, ৪৬৮ পৃষ্ঠায় উল্লেখ আছে, “সময় নির্দিষ্ট করে কবরের নিকট কুরআন শরীফ পাঠ করে উজরত বা পারিশ্রমিক গ্রহণ করার ব্যাপারে আলিমগণ মতভেদ করেছেন। (কেউ বলেন জায়িয নয়, আর কেউ কেউ বলেন এটা জায়িয)। মূলত, এটাই (অর্থাৎ শেষোক্তটাই) গ্রহণযোগ্য মত। অনুরূপ সিরাজুল ওহহাজকিতাবে উল্লেখ আছে।
বাহরুর রায়েককিতাবের ৫ম খ-, ২২৮ পৃষ্ঠায় উল্লেখ আছে, “নিশ্চয় ফতওয়াগ্রাহ্য মতে কুরআন শরীফ তিলাওয়াত করে উজরত বা পারিশ্রমিক গ্রহণ করা জায়িয।
তাহতাবীকিতাবের ৪র্থ খ-, ৩০ পৃষ্ঠায় উল্লেখ আছে, “গ্রহণযোগ্য মত হলো- কবরের নিকট কোনো এক নির্দিষ্ট সময় কুরআন শরীফ তিলাওয়াত করে উজরত বা পারিশ্রমিক গ্রহণ করা জায়িয।
পুরাতন ছাপার জাওহারাতুন নাইয়্যারাহকিতাবে উল্লেখ আছে, “(আলিমগণ) কুরআন শরীফ তিলাওয়াত করে উজরত বা পারিশ্রমিক গ্রহণ করার ব্যাপারে ইখতিলাফ বা মতবিরোধ করেছেন। কেউ কেউ বলেন ওটা জায়িয নয়, আর কেউ কেউ বলেন জায়িয, এমতটিই (অর্থাৎ; শেষোক্তটিই) মনোনীত বা গ্রহণযোগ্য মত।
মুলতাকাল আবহরকিতাবের ২য় খ-, ৩৮৪ পৃষ্ঠায় উল্লেখ আছে, “উলামায়ে মুতাকাদ্দিমীনগণ (পূর্ববর্তী আলেম) উনাদের নিকট আযান, হজ্জ্ব, ইমামতী, কুরআন শরীফ ও ফিক্বাহ শিক্ষা দিয়ে এবং ফিক্বাহ ও কুরআন শরীফ পাঠ করে উজরত বা পারিশ্রমিক গ্রহণ করা নাজায়িয ও বাতিল। আর উলামায়ে মুতাআখখিরীনগণ (পরবর্তী আলিমগণ) উনারা দান-খয়রাতে আগ্রহ হ্রাস পাওয়ার কারণে কুরআন শরীফ পাঠসহ উক্ত ইবাদতের উজরত বা পারিশ্রমিক গ্রহণ করা জায়িয ফতওয়া দেন।
রফউল গিশাওয়াহ লিমাহমূদ আফেন্দীকিতাবে উল্লেখ আছে, আল্লামা মাহমূদ আফেন্দী মুফতীয়ে দামেশক বলেন, আমাকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছে যে, আলিম, ফাযিল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ ইবনে আবিদীন শামী তিনি রদ্দুল মোহতার, তনকীহ ও শিফাউল আলীলকিতাবসমূহে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করে উজরত বা পারিশ্রমিক গ্রহণ করা নাজায়িয লিখেছেন, এটা মাযহাবের ফতওয়াগ্রাহ্য মত কি?” আমি উক্ত বক্তব্যের জবাবে বললাম যে, “সংশোধনকারী (অর্থাৎ আল্লামা ইবনে আবিদীন শামী উক্ত তিন কিতাবে যা লিখেছেন, তা উলামায়ে মুতাকাদ্দিমীন অর্থাৎ পূর্ববর্তী আলিমগণ উনাদের মত। কেননা উনাদের মতে ইবাদতের বিনিময়ে উজরত বা পারিশ্রমিক গ্রহণ করা নাজায়িয ছিল। কিন্তু উলামায়ে মুতাআখখিরীন অর্থাৎ পরবর্তী আলিমগণ উনারা স্পষ্টভাবে বর্ণনা করেন যে, ফতওয়াগ্রাহ্য মতে কুরআন শরীফ তিলাওয়াত করে উজরত বা পারিশ্রমিক গ্রহণ করা জায়িয। এটা অধিকাংশ পরবর্তী আলিমগণ উনাদের মত। এ সম্পর্কিত বর্ণনাগুলো প্রায় মুতাওয়াতের পর্যন্ত পৌঁছেছে। সবগুলোই ফতওয়ার আলামত (চিহ্ন)সহ প্রকাশিত হয়েছে এবং ইসলামী শহরের প্রবীণ ও প্রসিদ্ধ আলিমগণ এটা জায়িয হওয়ার ফতওয়া দিয়েছেন। আমি উনাদের উল্লেখিত বর্ণনাগুলো সঙ্কলন করবো। তিনি প্রায় ৪০খানা কিতাব হতে তৎসমস্ত সঙ্কলন করেন।” (অনুরূপ তাফসীরে ইকলীলকিতাবে উল্লেখ আছে)।
মুজাদ্দিদে আযম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, শরীয়তের উছূল হলো- হালালকে হারাম বলা কুফরী। কাজেই যারা সময় ও স্থান নির্ধারণ সাপেক্ষে কুরআন শরীফ পাঠ বা খতমে তারাবীহ পড়িয়ে উজরত বা পারিশ্রমিক গ্রহণ করাকে হারাম ও নাজায়িয বলবে তারা কুফরী করবে।
মুজাদ্দিদে আযম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, সময় ও স্থান নির্ধারণের শর্তে কুরআন শরীফ তিলাওয়াত করে উজরত বা পারিশ্রমিক গ্রহণ করা জায়িয এ সম্পর্কে মাসিক আল বাইয়্যিনাত-এর ২৩-২৪তম সংখ্যায় ৫১টি অকাট্ট দলীল দ্বারা ফতওয়া প্রদান করা হয়েছে। তিনি উলামায়ে ছূদের মনগড়া, দলীলবিহীন প্রচারণায় বিভ্রান্ত না হয়ে অকাট্ট ও নির্ভরযোগ্য দলীলের ভিত্তিতে প্রমাণিত বিষয়ে আমল করার জন্য সকলকে আহ্বান জানান।