মুক্বাদ্দিমা
نَحْمَدُه وَنُصَلِّى عَلٰى رَسُوْلِه الْكَرِيْمِ.
সমস্ত প্রশংসা পরম
করুণাময় মহান আল্লাহ পাক উনার জন্যে যিনি একক, অনন্ত, অসীম, চিরজীবী, সর্বশক্তিমান, সর্বজ্ঞানী ও
বিশ্বস্রষ্টা। উনার সন্তুষ্টি লাভই জিন ও ইনসানের একমাত্র কাম্য। যিনি বিশ্ব
প্রতিপালক ও বিচার দিনের অধিপতি। বেশুমার ছলাত ও সালাম আমাদের প্রাণের আক্বা, তাজেদারে মদীনা, রহমাতুল্লিল আলামীন, শাফিউল মুযনিবীন নূরে
মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
উনার উপর যিনি সাইয়্যিদুল মুরসালীন,
ইমামুল মুরসালীন ও শরীয়ত, তরীক্বত, হাক্বীক্বত এবং মারিফতের মূল।
একজন তরীক্বতপন্থীর
নিকট শাজরা শরীফ-এর গুরুত্ব অপরিসীম। এর দ্বারা প্রত্যেক মুরীদ তার মুর্শিদ
ক্বিবলা উনার সিলসিলা কিভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত পৌঁছলো তা জানতে পারে। শাজরা ও সিলসিলা দুটি শব্দই
আরবী। এর আভিধানিক অর্থ যথাক্রমে বৃক্ষ (গাছ) ও শিকল। আর ইসলামী পরিভাষায় এর অর্থ
মাশায়িখে তরীক্বতগণ উনাদের মুবারক নামসমূহের তরতীব; যা নূরে মুজাসসাম
হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পর্যন্ত পৌঁছেছে।
একজন মুরীদের জন্য তার
মুর্শিদ ক্বিবলা উনার শাজরা শরীফ বা সিলসিলা সম্বন্ধে অবগত হওয়া অবশ্য কর্তব্য।
আল্লাহ পাক উনার খালিছ ওলী হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি
তিনি উনার মুরাদুল মুরীদীন কিতাবে এ প্রসঙ্গে লিখেছেন, যে ব্যক্তি মুরীদ হয়েও তার মুর্শিদ ক্বিবলা উনার শাজরা শরীফ বা সিলসিলা
সম্বন্ধে অবগত নয়, সে ব্যক্তির মুরীদ হওয়া অর্থহীন।
মাদারিজুস সালিকীন ইলা
রুসুমে তরীক্বিল আরিফীন কিতাবে রয়েছে,
সমস্ত সলফি ছালিহীন ও তরীক্বতের শায়খগণ উনারা
একথার উপর একমত হয়েছেন যে, যে ব্যক্তি তার মুর্শিদ ক্বিবলা উনার শাজরা শরীফ বা
সিলসিলা সম্পর্কে অবগত নয়, সে অকর্মণ্য।
বর্তমানে হিজরী পঞ্চদশ
শতাব্দীর মুজাদ্দিদ, মুজাদ্দিদে আযম, গওছুল আযম, হাবীবে আযম ইমাম রাজারবাগ শরীফ-এর হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার
শাজরা শরীফ বা সিলসিলা সম্বন্ধে সকলকে অবগত করানোর জন্যই এ শাজরা শরীফখানা প্রকাশ
করা হলো। এর সাথে হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার লিখিত ইছালে ছওয়াব
রিসালাখানাও প্রকাশ করা হলো।
ক্বাদিরিয়া তরীক্বার শাজরা শরীফ
بسم الله الرحمن الرحيم
كَشَجَرَةٍ طَيِّبَةٍ اَصْلِهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِىْ السَّمَاءِ.
১। ইলাহী বহুরমতে সাইয়্যিদুল মুরসালীন,
ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
২। ইলাহী বহুরমতে আমীরুল মুমিনীন, খলীফাতুল মুসলিমীন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম।
৩। ইলাহী বহুরমতে সাইয়্যিদুনা হযরত ইমাম
হাসান আলাইহিস সালাম।
৪। ইলাহী বহুরমতে সাইয়্যিদুনা হযরত ইমাম
হুসাইন আলাইহিস সালাম।
৫। ইলাহী বহুরমতে সাইয়্যিদুনা হযরত ইমাম
যাইনুল আবিদীন আলাইহিস সালাম।
৬। ইলাহী বহুরমতে সাইয়্যিদুনা হযরত ইমাম
বাকির আলাইহিস সালাম।
৭। ইলাহী বহুরমতে সাইয়্যিদুনা হযরত ইমাম
জাফর ছাদিক্ব আলাইহিস সালাম।
৮। ইলাহী বহুরমতে সাইয়্যিদুনা হযরত ইমাম
মূসা কাযিম আলাইহিস সালাম।
৯। ইলাহী বহুরমতে হযরত ইমাম আলী রিযা আলাইহিস
সালাম।
১০। ইলাহী বহুরমতে হযরত শায়খ মারূফ কারখী
রহমতুল্লাহি আলাইহি।
১১। ইলাহী বহুরমতে হযরত শায়খ আবুল হাসান
সাররী সাকতী রহমতুল্লাহি আলাইহি।
১২। ইলাহী বহুরমতে হযরত খাজা সাইয়্যিদুত
ত্বায়িফা জুনায়িদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি।
১৩। ইলাহী বহুরমতে হযরত শায়খ আবূ বকর শিবলী
রহমতুল্লাহি আলাইহি।
১৪। ইলাহী বহুরমতে হযরত শায়খ আব্দুল আযীয
বিন হারিছ তামিমী রহমতুল্লাহি আলাইহি।
১৫। ইলাহী বহুরমতে হযরত শায়খ আব্দুল ওয়াহিদ
বিন আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি।
১৬। ইলাহী বহুরমতে হযরত শায়খ আবুল ফাররাহ
মুহম্মদ তারতুসী রহমতুল্লাহি আলাইহি।
১৭। ইলাহী বহুরমতে হযরত শায়খ আবুল হাসান
হাককারী রহমতুল্লাহি আলাইহি।
১৮। ইলাহী বহুরমতে হযরত শায়খ আবূ সাঈদ
মুবারক মখদুমী রহমতুল্লাহি আলাইহি।
১৯। ইলাহী বহুরমতে ইমামে রব্বানী, মাহবূবে সুবহানী, গাউছুল আযম, সাইয়্যিদুল আওলিয়া হযরত শায়খ সাইয়্যিদ মুহিউদ্দীন আব্দুল ক্বাদির
জিলানী রহমতুল্লাহি আলাইহি।
* তিনি ক্বাদিরিয়া তরীক্বার ইমাম। সকলের নিকট
তিনি বড়পীর ছাহেব গাউছুল আযম নামে মশহুর।
২০। ইলাহী বহুরমতে হযরত শায়খ সাইয়্যিদ
আব্দুর রাযযাক্ব রহমতুল্লাহি আলাইহি।
২১। ইলাহী বহুরমতে হযরত শায়খ শরফুদ্দীন
কাত্তাল রহমতুল্লাহি আলাইহি।
২২। ইলাহী বহুরমতে হযরত শায়খ আব্দুল
ওয়াহহাব রহমতুল্লাহি আলাইহি।
২৩। ইলাহী বহুরমতে হযরত শায়খ বাহাউদ্দীন
রহমতুল্লাহি আলাইহি।
২৪। ইলাহী বহুরমতে হযরত শায়খ আক্বীল
রহমতুল্লাহি আলাইহি।
২৫। ইলাহী বহুরমতে হযরত শায়খ শামসুদ্দীন
সাহবাই রহমতুল্লাহি আলাইহি।
২৬। ইলাহী বহুরমতে হযরত শায়খ গাদায়ে রহমান
আউয়াল রহমতুল্লাহি আলাইহি।
২৭। ইলাহী বহুরমতে হযরত শায়খ শামসুদ্দীন
আরিফ রহমতুল্লাহি আলাইহি।
২৮। ইলাহী বহুরমতে হযরত শায়খ গাদায়ে রহমান
ছানী রহমতুল্লাহি আলাইহি।
২৯। ইলাহী বহুরমতে হযরত শাহ ফাযিল
রহমতুল্লাহি আলাইহি।
৩০। ইলাহী বহুরমতে হযরত শাহ কামাল কায়থালী
রহমতুল্লাহি আলাইহি।
৩১। ইলাহী বহুরমতে হযরত শাহ সিকান্দার
কায়থালী রহমতুল্লাহি আলাইহি।
৩২। ইলাহী বহুরমতে আফদ্বালুল আওলিয়া,
ইমামে রব্বানী, ক্বাইয়ূমে আউয়াল, মুজাদ্দিদে আলফে ছানী
হযরত শায়খ আহমদ ফারূক্বী সিরহিন্দী রহমতুল্লাহি আলাইহি।
* তিনি মুজাদ্দিদিয়া তরীক্বার ইমাম। তিনিই
হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার খেরকা মুবারক হযরত শাহ সিকান্দার
কায়থালী রহমতুল্লাহি আলাইহি উনার মারফত প্রাপ্ত হয়েছেন।
৩২। ইলাহী বহুরমতে হযরত শায়খ আদম বিন নূরী
রহমতুল্লাহি আলাইহি।
৩৩। ইলাহী বহুরমতে হযরত সাইয়্যিদ আব্দুল্লাহ
আকবরাবাদী রহমতুল্লাহি আলাইহি।
৩৪। ইলাহী বহুরমতে হযরত শায়খ আব্দুর রহীম
মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি।
৩৫। ইলাহী বহুরমতে রঈসুল মুহাদ্দিছীন,
মুজাদ্দিদে মিল্লাত, হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি।
৩৬। ইলাহী বহুরমতে শায়খুল মাশায়িখ হযরত শাহ
আব্দুল আযীয মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি।
৩৭। ইলাহী বহুরমতে আমীরুল মুমিনীন, মুজাদ্দিদে যামান হযরত শাহ সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি
আলাইহি।
৩৮। ইলাহী বহুরমতে কুতুবুল আকতাব হযরত
মাওলানা শাহ ছূফী নূর মুহম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইহি।
৩৯। ইলাহী বহুরমতে ওয়াসিল বিল্লাহ, আশিক্বে রসূলিল্লাহ, কুতুবুল ইরশাদ হযরত
মাওলানা শাহ ছূফী ফতেহ আলী বর্ধমানী রহমতুল্লাহি আলাইহি।
* উনাকে রসূলে নোমা বলা হয়। কারণ তিনি নূরে
মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যিয়ারত
করিয়ে দিতে পারতেন।
৪০। ইলাহী বহুরমতে আমীরুশ শরীয়ত ওয়াত
তরীক্বত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম, শাহ ছূফী আলহাজ্জ হযরত
মাওলানা আব্দুল্লাহিল মারূফ মুহম্মদ আবূ বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি
আলাইহি।
৪১। (ক) ইলাহী বহুরমতে ওলীয়ে মাদারজাদ,
কুতুবুল আলম, সুলত্বানুল
আরিফীন, হযরত মাওলানা শাহ ছূফী আবূ নজম মুহম্মদ
নাজমুস সায়াদাত ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি।
(খ) ইলাহী বহুরমতে কুতুবুল আলম, ক্বাইয়ূমে যামান, শায়খুল মাশায়িখ,
হযরত মাওলানা শাহ ছূফী আবূ নছর মুহম্মদ আব্দুল হাই
ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি।
৪২। ইলাহী বহুরমতে কুতুবুল আলম, আমীরুশ শরীয়ত, মাহতাবে তরীক্বত,
সুলত্বানুল আরিফীন, মাহিয়ে বিদয়াত, মুহইয়ে সুন্নাত,
মুজাদ্দিদে যামান, হুজ্জাতুল ইসলাম, তাজুল মুফাসসিরীন,
রঈসুল মুহাদ্দিছীন, ফখরুল ফুক্বাহা আলহাজ্জ হযরত মাওলানা শাহ ছূফী আবুল খায়ের মুহম্মদ
ওয়াজীহুল্লাহ রহমতুল্লাহি আলাইহি।
* তিনি উপরোক্ত উনাদের দুজন থেকেই খিলাফত
প্রাপ্ত হন। তবে উনার প্রধান শায়খ হচ্ছেন হযরত নাজমুস সায়াদাত ছিদ্দীক্বী
রহমতুল্লাহি আলাইহি।
৪৩। ইলাহী বহুরমতে খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুশ শরীয়ত ওয়াত
তরীক্বত, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আযম, গওছুল আযম, ইমামে আযম, হুজ্জাতুল ইসলাম, সুলত্বানুল আরিফীন, সাইয়্যিদুল আওলিয়া,
ছাহিবু সুলত্বানিন নাছীর, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউয়াল,
ক্বওিইয়ুল আউয়াল, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমাম সাইয়্যিদ মুহম্মদ দিল্লুর রহমান আলাইহিস সালাম।
* তিনিই সারা বিশ্বে সমাদৃত, প্রশংসিত, গ্রহণযোগ্য ও হক্ব সিলসিলা রাজারবাগ শরীফ-এর
সম্মানিত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম। তিনিই হিজরী পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ।
আয় বারে ইলাহী! উনাদের ওসীলায় আমাদের উপর
আপনার খাছ রহমত, মুহব্বত ও মারিফত এবং নূরে মুজাসসাম
হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ তাওয়াজ্জুহ,
ফায়িয, যিয়ারত, মুহব্বত ও মারিফাত দান করুন। সুন্নতের পূর্ণ পায়রবী করার তাওফীক দিন।
যাহিরী ও বাতিনী দৃঢ়তা আর ইহকাল ও পরকালের সুস্থতা দান করুন। এই সকল বুযুর্গানে
দ্বীন উনাদের ফুয়ূজাত, বারাকাত ও কামালাতের
পূর্ণ হিসসা নছীব করুন।