নোটিশ

বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৩

খাছ সুন্নতী টুপির ফতোয়া-৩: লম্বা-কিস্তি টুপি, উচু-বুরনুস টুপি পড়া হারাম এবং পাঁচ কল্লি (টুকরাবিশিষ্ট) টুপি পড়া বিদয়াত ।।

[মাসিক আল-বাইয়্যিনাত শরীফ ৫৫ তম সংখ্যা (মার্চ ১৯৯৮ ঈসায়ী) থেকে সংগৃহীত ] 


আলোচ্য বিষয়াদিঃ
  •  সুন্নাহ শরীফ পালনে হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণ উনারা-
      • ইমামে আ'যম হযরত আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি
      • সুলতানুল আউলিয়া হযরত বড় পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি 
      • সুলতানুল হিন্দ হযরত খাজা মুঈনুদ্দীন চিশতি রহমতুল্লাহি আলাইহি
      • কাইয়্যুমে আউয়াল হযরত মুজাদ্দিদে আলফে সানী রহমতুল্লাহি আলাইহি
  •  সুন্নতের আমল ব্যতীত মহান আল্লাহ পাক উনার ওলী হওয়া সম্ভব নয়।
  • লম্বা, উঁচু, পাঁচ কল্লি, বুরনুস টুপি পড়া নাজায়িজ।