নোটিশ

বুধবার, ২৬ জুন, ২০১৩

বুখারী শরীফের প্রমাণ, প্রাণীর ছবি তৈরী করার কঠিন শাস্তি

প্রাণীর ছবি তৈরী করা হারামসেটা ক্যামেরাতেই হোকআর কাগজে-কলমে তৈরী হোক না কেন।



এরপরও জাকির নায়েকনিজামীসাঈদীআল্লামা শফীফজলুল করীমসহ অনেক মাওলানারা টিভিতে প্রোগ্রাম করেছবি তোলেভিডিও করে।
তাদের এসব ছবি তৈরীর কারণে কি তাদের শাস্তি পেতে হবে না?
তারা কি মনে করে যেতাদের ছবি ঘরে থাকলে আমাদের নবী পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অসন্তুষ্ট হতেন না?
ক্যামেরায় তোলা তাদের ছবিগুলো ঘরে রাখলে কি সেখানে নামায পড়া যাবে?

তাহলে কি করে দুনিয়াবী লোভে ক্যামেরার সামনে পোজ দেওয়া যেতে পারেআমরা কি পরকালের শাস্তির ভয় করি না?
ক্যামেরার ছবিকে কি প্রাণীর ছবি বলা যাবেতা জানতে  এখানে লিংকে ক্লিক করুন
http://allahwala13.blogspot.com/2011/07/blog-post_9075.html


http://shobujbanglablog.net/51100.html