নোটিশ

রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

২৭ বছর আগে ৬শ’ সম্মানিত হাজীকে নির্মমভাবে শহীদ করে সউদী ওহাবী সেনারা

আল ইহসান ডেস্ক:

২৭ বছর আগে বিভিন্ন দেশের ৪০০ থেকে ৬০০ জন সম্মানিত হজ্জযাত্রীকে নির্মমভাবে শহীদ করে সউদী ওহাবী সেনারা। (নাউযুবিল্লাহ)
পবিত্র হজ্জ উনার একটি ফরজ বা অবশ্য-পালনীয় অনুষ্ঠান হিসেবে কাফির-মুশরিকদের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা উচ্চারণের দায়ে সউদী ওহাবী সেনাদের গুলিতে শহীদ হন। আহত হয়েছিলেন কয়েক হাজার সম্মানিত হজ্জযাত্রী।
দিনটি ছিল হিজরি সন অনুযায়ী পবিত্র ৬ই জিলহজ্জ, ১৪০৭, ঈসায়ী তারিখ অনুযায়ী ১৯৮৭ সালের ২১শে জুলাই।

তৎকালীন সউদী মন্ত্রী নায়েফ ইবনে আবদুল আজিজের নির্দেশে এই গণহত্যা চালানো হয়েছিল।
এই অনুষ্ঠান পালনের সময় হজযাত্রীরা মুসলমানদের মধ্যে ঐক্য বৃদ্ধির আহ্বান জানাচ্ছিলেন এবং ইসলামের প্রধান শত্রুদের প্রতি বিশেষ করে, আমেরিকা ও অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতি ঘৃণা প্রকাশ করেন। তারা আমেরিকা ও ইসরাইল ধ্বংস হোক বলে শ্লোগান দিয়েছিলেন।
কিন্তু এইসব শ্লোগান ভাল লাগেনি রাজতান্ত্রিক সউদী ওহাবী সরকারের। ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে শ্লোগানে তাদের বন্ধু ইহুদী-খ্রিস্টানরা অপমান বোধ করেছে বা এর মধ্যে নিজেদের ভবিষ্যতের জন্য বিপদ দেখেছে। এছাড়াও তারা হয়তো ভেবেছিল এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দেশে দেশে এর প্রভাব ছড়িয়ে পড়বে এবং আরব বিশ্বে সাম্রাজ্যবাদীদের লালিত সেবাদাস ও রাজতান্ত্রিক সরকারগুলোর পতন ঘটবে।
উল্লেখ্য সউদী ওহাবী সেনারা অতীতেও কাবা ঘরের ভেতরে বহু মুসলমানকে শহীদ করেছিল। এমনকি আহলে সুন্নাত আল জামাতের প্রখ্যাত অনেক আলেমসহ বহু সুন্নি মুসলমানদের হত্যা করতেও দ্বিধা বোধ করেনি সউদী ওহাবিরা।

http://al-ihsan.net/FullText.aspx?subid=6&textid=12870