মুনাজাত সম্পর্কে হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে,
عن النعمان بن بشير رضى الله تعالى عنه عن النبى صلى الله عليه وسلم قال الدعاء هو العبادة ثم قرأ وقال ربكم ادعونى استجب لكم ان الذين يستكبرون عن عبادتى سيدخلون جهنم داخرين.
অর্থ: হযরত নু’মান ইবনে বশীর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হযরত নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করেন। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দোয়া হলো ইবাদত সাদৃশ্য।” অতঃপর তিনি এই আয়াত শরীফ পড়লেন, “তোমাদের রব বলেছেন, আমার নিকট দোয়া কর, আমি তোমাদের দোয়া কবুল করব। নিশ্চয়ই যারা আমার ইবাদতে অহঙ্কার করে, তারা অতিসত্ত্বর লাঞ্ছিত হয়ে জাহান্নামে দাখিল হবে।”
(তিরমিযী শরীফ ২য় জিলদ পৃষ্ঠা ১৭৩, তুহফাতুল আহওয়াযী, আরিদ্বাতুল আহওয়াযী, উরফুশ শাযী, মায়ারিফুস সুনান, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, আবু দাউদ শরীফ, বযলুল মাযহুদ, আউনুল মা’বুদ, শরহু আবী দাউদ লি বদরিদ্দীন আইনী, নাসায়ী শরীফ, সুনানুল কুবরা লিন নাসায়ী, হাশিয়াতুস সুয়ূতী, ইবনু মাজাহ, মিশকাত শরীফ পৃষ্ঠা ১৯৪, মিরকাত, আশয়াতুল লুময়াত, লুময়াত, শরহুত ত্বীবী, আত তা’লীকুছ ছবীহ, মুযাহিরে হক্ব, মিরয়াতুল মানাজীহ)
عن بن عمر رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الدعاء ينفع مما نزل ومما لم ينزل فعليكم عباد الله بالدعاء
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, হযরত রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, “দোয়া উপকার করে যে বিপদ নাযিল হয়েছে সে সম্পর্কে এবং যা নাযিল হয়নি সে সম্পর্কে। সুতরাং আল্লাহ পাক-উনার বান্দাগণ! তোমাদের উপর দোয়া করা অপরিহার্য।”
(মিশকাত শরীফ পৃষ্ঠা ১৯৫, মিরক্বাত, আশয়াতুল লুময়াত, লুময়াত, শরহুত ত্বীবী, আত তা’লীকুছ ছবীহ, মুযাহিরে হক্ব, মিরয়াতুল মানাজীহ, তিরমিযী শরীফ, তুহফাতুল আহওয়াযী, আরিদ্বাতুল আহওয়াযী, উরফুশ শাযী, মায়ারিফুস সুনান, মুসনাদু আহমদ ইবনে হাম্বল)
عن ابى هريرة رضى الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم انه من لم يسأل الله يغضب عليه .
অর্থ: হযরত আবু হুরাইরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, হযরত রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, “যে ব্যক্তি আল্লাহ পাক-উনার নিকট কিছু চায় না (দোয়া করেনা) আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট হন বা রাগ করেন।”
(তিরমিযী শরীফ ২য় জিলদ পৃষ্ঠা ১৭৩, তুহফাতুল আহওয়াযী, আরিদ্বাতুল আহওয়াযী, উরফুশ শাযী, মা’য়ারিফুস সুনান, মিশকাত শরীফ পৃষ্ঠা ১৯৫, মিরকাত, আশয়াতুল লুময়াত, লুময়াত, শরহুত ত্বীবী, আত তা’লীকুছ ছবীহ, মুযাহিরে হক্ব, মিরয়াতুল মানাজীহ)
عن انس رضى الله تعالى عنه عن النبى صلى الله عليه وسلم قال الدعاء مخ العبادة.
অর্থ: হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহ তায়ালা আনহু হযরত নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করেন। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “দোয়া হলো ইবাদতের মগজ বা মূল।”
(তিরমিযী শরীফ ২য় জিলদ পৃষ্ঠা ১৭৩, তুহফাতুল আহওয়াযী, আরিদ্বাতুল আহওয়াযী, উরফুশ শাযী, মায়ারিফুস সুনান, দরসে তিরমিযী, মিশকাত শরীফ পৃষ্ঠা ১৯৪, মিরক্বাত, আশয়াতুল লুময়াত, লুময়াত, লুময়াত, শরহুত ত্বীবী, আত তা’লীকুছ ছবীহ, মুযাহিরে হক্ব, মিরয়াতুল মানাজীহ)
عن ابى هريرة رضى الله عنه عن النبى صلى الله عليه وسلم قال ليس شيئ اكرم على الله من الدعاء.
অর্থ: হযরত আবু হুরাইরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হযরত নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করেন। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, “আল্লাহ পাক-উনার নিকট দোয়া অপেক্ষা কোন জিনিসই অধিক মর্যাদাশীল, সম্মানিত নয়।” (তিরমিযী শরীফ ২য় জিলদ পৃষ্ঠা ১৭৩, তুহফাতুল আহওয়াযী, আরিদ্বাতুল আহওয়াযী, উরফুশ শাযী, মায়ারিফুস সুনান, ইবনু মাজাহ শরীফ, মিশকাত শরীফ পৃষ্ঠা ১৯৪, মিরক্বাত, আশয়াতুল লুময়াত, লুময়াত, শরহুত ত্বীবী, আত তা’লীকুছ ছবীহ, মুযাহিরে হক্ব, মিরয়াতুল মানাজীহ, দরসে মিশকাত)