لا يزال العبد يتقرب الى بالنوافل حتى احبه فاذا احبته كنت بصره الذى يبصر به كنت سمعه الذى يسمع به كنت يده التى يبطش بها كنت لسانه التى ينطق بها كنت رجله التى يمشى بها فاذا سألنى شيأ لاعطيته.
অর্থ:- “খালিছ বান্দাগণ (ওলীগণ) নফল বা সুন্নত অনুসরণের মাধ্যমে আমার এতটুকু নৈকট্য লাভ করেন যে, আমি তাঁকে মুহব্বত করি। আর আমি যখন তাঁকে মুহব্বত করি- তখন আমি তাঁর চোখ হয়ে যাই, সেই চোখে তিনি দেখেন। আমি তাঁর কান হয়ে যাই, সেই কানে তিনি শুনেন। আমি তাঁর হাত হয়ে যাই, সেই হাতে তিনি ধরেন। আমি তাঁর যবান হয়ে যাই, সেই যবানে তিনি কথা বলেন। আমি তাঁর পা হয়ে যাই, সেই পায়ে তিনি চলেন (অর্থাৎ বান্দা পরিপূর্ণরূপে আল্লাহ পাক-এর মতে মত হয়ে যায়)। অতঃপর উক্ত বান্দা আমার নিকট যা চান, আমি তাঁকে তাই দিয়ে থাকি।” সুবহানাল্লাহ! অর্থাৎ মক্ববুল ওলীগণ উনাদের প্রতিটি দোয়াই মহান আল্লাহ পাক-এর নিকট নিশ্চিতভাবে কবুল হয়ে থাকে।