নোটিশ

মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১

আহলে বাইত আলাইহিমুস সালাম ও আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুবারক পরিচয়


আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সর্বমোট সন্তান ছিলেন আটজন। চার ছেলে এবং চার মেয়ে। ছেলে সন্তানগণের প্রত্যেকেই অল্প বয়সেই বিছাল শরীফ লাভ করেন। উনারা হলেন-
১. হযরত ক্বাসিম আলাইহিস সালাম।
২. হযরত ত্বইয়্যিব আলাইহিস সালাম।
৩. হযরত ত্বাহির আলাইহিস সালাম।
৪. হযরত ইব্রাহীম আলাইহিস সালাম।



আর মেয়েরা হলেন-
১. হযরত যয়নাব আলাইহাস সালাম।
২. হযরত রুকাইয়া আলাইহাস সালাম
৩. হযরত উম্মু কুলছুম আলাইহাস সালাম
৪. হযরত ফাতিমা আলাইহাস সালাম।


স্মরণীয় যে, আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমার বংশ জারী থাকবে আমার মেয়ে হযরত ফাতিমা আলাইহাস সালাম-এর মাধ্যমে। অর্থাৎ উনার দু’ই ছেলে হযরত ইমাম হাসান আলাইহিস সালাম এবং হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনাদের মাধ্যমে। উনারা উভয়েই ছিলেন জান্নাতের যুবকগণের সাইয়্যিদ। উনাদের বংশোদ্ভূ‌ত সন্তানগণই সাইয়্যিদ বা আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামে পরিচিত।


আর হযরত ফাতিমা আলাইহাস সালাম-উনার অন্যান্য সন্তানের দ্বারা যে বংশ জারী রয়েছে, উনারা ফাতিমী নামে পরিচিত। আর হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার অন্যান্য আহলিয়াগণের সন্তানদের মাধ্যমে যে বংশ জারী রয়েছে উনারা আলূবী নামে পরিচিত।