নোটিশ

বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১২

হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নামের সাথে كرم الله وجهه (আল্লাহ পাক উনার চেহারা মুবারককে বিশেষভাবে উজ্জল করুন) বলার কারণ ও ইতিহাস

৭২টি বাতিল গুমরাহ জাহান্নামী ফিরক্বার মধ্যে অন্যতম খারিজীরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলো ওরা উনাকে হেয় প্রতিপন্ন করার জন্য উনার নাম মুবারক-এর সাথে سود الله وجهه (অর্থাৎ আল্লাহ পাক উনার চেহারা মুবারককে কালিমাময় করে দিন) বলতো নাঊযুবিল্লাহ!



খারিজীদের এই ঘৃণ্য অন্যায় অপবাদের প্রতিবাদে তাবিয়ী খলীফা হযরত উমর ইবনে আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি উনার খিলাফত আমলে তিনি নিজেই হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নাম মুবারক-এর সাথে কাররামাল্লাহু ওয়াজহাহূ বলা বাধ্যতামূলক করে দেন তখন থেকে উনার নাম মুবারক এভাবে পাঠ হয়ে আসতেছে যে, সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (তারিখুত ত্ববারী)




আল বাইয়্যিনাত: ২০৭তম সংখ্যা    বিভাগঃ