নোটিশ

۞হযরত মা আমিনা আলাইহাস সালাম ۞ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
۞হযরত মা আমিনা আলাইহাস সালাম ۞ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১১

সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুল উম্মাহাত, সাইয়্যিদাতুনা হযরত আমিনা আলাইহাস সালাম তিনি সৃষ্টির আদি থেকেই সবচেয়ে উত্তম মা ও বেমিছাল ইলমে গাইব-এর অধিকারিণী


تقلبك فى السجدين
অর্থ: “হে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার মুবারক স্থানান্তর তথা মুবারক আগমনের সূত্রধারা ছিলো উত্তম সিজদাকারী উনাদের মাঝে।” (সূরা শুয়ারা : আয়াত শরীফ ২১৯)

আর এ প্রসঙ্গে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, “আমি যাঁদের মাধ্যমে কুদরতীভাবে স্থানান্তরিত হয়েছি উনারা সবাই সর্বকালেই সর্বযুগেই উত্তম হতে উত্তমতম এবং পবিত্র থেকে পবিত্রতম ছিলেন।” সুবহানাল্লাহ!(মাওয়াহিবুল লাদুন নিয়্যাহ)

বুধবার, ১২ অক্টোবর, ২০১১

আন নাবিইয়ুছ ছালিহ, নাবিইয়ুর রহমাহ, নাবিইয়ুল হারামাইন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক-এ উনার আম্মা সাইয়্যিদাতুন নিসা হযরত আমিনা আলাইহাস সালাম উনার রচিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ না’ত শরীফ-এর অনুবাদ ও শাব্দিক অর্থ


وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ
অর্থ: “নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী।” (সূরা ক্বলম-৪)

হামদ শরীফ, না’ত শরীফ, ক্বাছীদা শরীফ লেখা, পাঠ করা, পাঠ করতে সাহায্য করা, শ্রবণ করা ইত্যাদি সবকিছুই খাছ সুন্নতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বাংলায় যাকে গযল ও কবিতা বলা হয়। তবে এসবক্ষেত্রে গান ও সংগীত শব্দগুলি ব্যবহার করা হারাম নাজায়িয। কারণ, দ্বীন ইসলামে গান ও সংগীত বলতে কিছু নেই। গান, গীতি ও সংগীত শয়তানী ইবলীসী কার্যকলাপ। যা শরীয়তে সম্পূর্ণ হারাম ও নাজায়িয।