নোটিশ

মুসলিম নির্যাতন



মুসলমানদের উপর চালানো নির্মম নির্যাতনের ইতিহাস

মানচিত্রে মুসলিম দেশগুলো নিম্নে দেখানো হলঃ
অনেক তো হাসি-ঠাট্টা হয়ে গেল। একটু নিস্তার দিন। আপনারা কি ভুলে গেছেন আপনাদের মুসলমান ভাই-বোনদের উপর চালানো সেসব নিষ্ঠুর নির্যাতনের কথাকষ্ট দিয়ে তিলে তিলে শহীদ করার ইতিহাসসম্ভ্রম কেড়ে নেওয়ার অপমান। অতীত ইতিহাস থেকে পরিলক্ষিত হয় যেঅধিকাংশ ব্যক্তি নিজেকে জাতির মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়আর অধিকাংশ জাতি সারা দুনিয়ায় নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চায়। সেজন্য শতাব্দীর পর শতাব্দী ধরে ক্ষমতা প্রতিষ্ঠার প্রতিযোগিতা চলছে। আর ইতিহাস সাক্ষ্য দেয় যেপ্রতিপক্ষ জাতির উপর নির্মম নির্যাতন  গণহত্যা এক সাধারণ ঘটনা। এমনকি যখন আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাধ্যমে আমাদের জন্য ইসলামকে হাদিয়া দেনতখনও কাফিরেরা তাদের ক্ষমতার দ্বারা মুসলমানদের যমীন থেকে মিটিয়ে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল। অথচইসলাম এমন বর্বরতার পরিবর্তে উদারতার শিক্ষা দেয়। সে উদারতাকে উপেক্ষা করে  ক্ষমা প্রদর্শনকে দুর্বলতা মনে করে মুসলমানের বীরত্বে আঘাত হেনে কাফিরগোষ্ঠী শুরু থেকেই মুসলমানের উপর জুলুম করে যুদ্ধের মুখোমুখি হওয়াকে অপরিহার্য করে তুলেছিল। প্রতিনিয়ত যুদ্ধ হয়েছিল। কিন্তু মুসলমানেরা প্রতিবারেই জিতেছিলেন শুধুমাত্র ঈমানী বলেআল্লাহ পাকের কুদরতী সহায়তায়। আজও কাফিরেরা ইসলাম মিটিয়ে দিতে চায়কাফিরেরা শুরুতে না পারলেও এখন অনেকটাই সফল। প্রধান কারণ হলমুসলমানদের ঈমানী  আমলী দুর্বলতা। আর তারই ফলশ্রুতিতে কাফিরেরা মুসলমানদের উপর একের পর এক নির্যাতন চালানোর দুঃসাহস দেখাচ্ছেঅথচ মুসলমান প্রতিশোধ নেওয়ার কোন পদক্ষেপ নিচ্ছে নাকোন জবাব দিচ্ছে না। জুলুম করা কাফিরদের স্বভাব, কিন্তু সমুচিত জবাব না দেওয়াটা মুসলমানের ব্যর্থতা। যাই হোকএখন আমরা নিকট ইতিহাসে মুসলমানদের উপর চালানো নির্মম নির্যাতনের ঘটনা সমূহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহতথাপি যদি মুসলমানের বোধোদয় ঘটে।



১) বসনিয়া মুসলিম গণহত্যাঃ

১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বসনিয়ার যুদ্ধে প্রায় দুই লাখ বসনিয় মুসলিম নিহত  প্রায় বিশ লাখ শরণার্থী হয়েছে। এছাড়া ৬০,০০০ মুসলিম মহিলা সম্ভ্রমহরণের স্বীকার হয়েছেন (নাউযুবিল্লাহ)।
বিস্তারিত এখানে


২) চেচনিয়ায় মুসলিম গণহত্যাঃ

চেচনিয়াতে ৪০০ বছর ধরে মুসলমানদের উপর নির্যাতন ও গণহত্যা চালানো হচ্ছে।
বিস্তারিত এখানে

৩) আফগানিস্তানে মুসলিম গণহত্যা

আমেরিকা ও আফগান যুদ্ধে লক্ষ লক্ষ মুসলমান শাহাদত বরণ করেন।
বিস্তারিত এখানে



৪) ইরাকে মুসলিম গণহত্যা

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রায় নয় বছরের ইরাক যুদ্ধে এক লাখ ৬২ হাজার লোক নিহত হয়েছে।
বিস্তারিত এখানে


৫) ফিলিস্তিনে মুসলিম গণহত্যা

পরগাছা ইসরাঈলকে আমেরিকাসহ তাগুত কাফিরগোষ্ঠী ফিলিস্তিন ভূখন্ডে স্থাপন করে ফিলিস্তিনের মুসলমানদের উপর অবিরামভাবে নির্যাতন, সম্ভ্রমহানি ও গণহত্যা চলায় যা এখনও চলমান।
ক) বিগত আক্রমণ
খ) ২০১২ সালের ১৪ নভেম্বর আক্রমণ

৬) ভারতে মুসলিম গণহত্যা

ভারত পৃথিবীর বুকে অসহায় মানবতার কাছে নিকৃষ্টতম জাতিগুলোর মধ্য একটি। অসংখ্য স্থানে অসংখ্যবার ভারতে মুসলিম গণহত্যা চালানো হয়েছে। যার কিছুমাত্র আলোচনায় এসেছে।
ক) ভারতের আসামে মুসলিম গণহত্যা
খ) ভারতের গুজরাটে মুসলিম গণহত্যা
গ) ভারতের কাশ্মিরে মুসলিম গণহত্যা
ঘ) ভারতের হায়দারাবাদে মুসলিম নির্যাতন
ঙ) ভারতের কলকাতায় মুসলিম গণহত্যা
চ) ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস, মুসলিম গণহত্যা
ছ) ভারতে মুজাফফর নগরে ভয়াবহ মুসলিম বিরোধী দাঙ্গা


৭) মায়ানমার বা বার্মার আরাকান রাজ্যে মুসলিম গণহত্যা

আরাকান রাজ্যে মুসলমানেরা সেই সুদূর অতীত থেকেই বংশপরম্পরায় বসবাস করে আসছে। কিন্তু শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে সেদেশের বৌদ্ধ সরকার ২০১২ ঈসায়ী সনে আরাকান রাজ্যের মুসলমানদের গণহত্যার মাধ্যমে তাদের আসল রূপ ফুটিয়ে তোলে, যদিও মুশরিক বৌদ্ধদের মুখের বুলি, অহিংসা পরম ধর্ম, আর জীবহত্যা মহাপাপ।
বিস্তারিত এখানে


অন্যান্য গণহত্যা ও নির্যাতন

এগুলোই শেষ নয়। মুসলমানদের উপর চালানো নির্যাতনের স্টিম রোলারের ইতিহাস আরো ব্যাপক। মুসলমানদের উপর আরো যেসব গণহত্যানির্যাতনসম্ভ্রমহানিনিষ্ঠুরতা চালানো হয়েছেযা এখানে আলোচিত হয় নি- সেগুলো হল-
৮) চীনের ঊইঘুরে মুসলিম গণহত্যা
৯) ইন্দোনেশিয়ায় জায়নিস্ট কর্তৃক মুসলিম গণহত্যা
১০) থাইল্যান্ডে মুসলিম গণহত্যা
১১) ফিলিপাইনে মুসলিম গণহত্যা
১২) ফ্রান্সইতালিঅস্ট্রেলিয়াতে বোরকা-নেকাব নিষিদ্ধকরণ
১৩) নাইজেরিয়াআফ্রিকাতে মুসলিম গণহত্যা
১৪) আলবেনিয়ায় মুসলিম গণহত্যা
১৫) ফ্রান্স কর্তৃক আলজেরিয়ান মুসলিম গণহত্যা
১৬) পাকিস্তানে ড্রোন হামলায় মুসলিম গণহত্যা
১৭) আজারবাইজানে ১৯১৮ সালে মুসলিম গণহত্যা
১৮) ক্যাম্বোডিয়ায় মুসলিম গণহত্যা
১৯) চীনে অলিম্পিক দ্বন্দ্বে মুসলিম গণহত্যা
২০) গ্রীসে মসজিদে অগ্নিসংযোগ
২১) সোমালিয়ায় মার্কিন হামলায় মুসলিম গণহত্যা
২২) স্পেনে ১০৬৬ সালে মুসলিম গণহত্যা
২৩) সুদানে মুসলিম গণহত্যা
২৪) মালিতে ফ্রান্স ও আমেরিকার আক্রমণ ও মুসলিম গণহত্যা



ইসলামের প্রতি আঘাত হানার ব্যাপারে চরম পন্থা অবলম্বনকারী দেশসমূহ মানচিত্রে প্রদর্শিত হলঃ




পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামের উপর একের পর এক আঘাত হানার নমুনা ও তালিকাঃ
এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামের উপর বিভিন্ন পন্থায় একের পর এক আঘাত হেনে যাচ্ছে কাফিরগোষ্ঠী। আঘাত হানার কৌশলঃ
ক) মহান আল্লাহ পাক উনাকে নিয়ে কটুক্তি (নাউযুবিল্লাহ)
খ) হযরত নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে কটুক্তি ও ব্যাঙ্গ কার্টুন (নাউযুবিল্লাহ)
গ) বোরকা নিষিদ্ধ
ঘ) গরু কুরবানী নিষিদ্ধ
ঙ) দাড়ি রাখা নিষিদ্ধ
চ) মসজিদে মিনার নির্মাণ নিষিদ্ধ
ছ) নামাজ, রোযা নিষিদ্ধ
জ) কুরআন শরীফ অবমাননা, পোড়ানো, ফেলে দেওয়া, পা দেওয়া, ছিঁড়ে ফেলা (নাউযুবিল্লাহ)
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন



এছাড়াও কাফিরগোষ্ঠী বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম দেশে গৃহযুদ্ধ বাধিয়ে দিচ্ছে। উদাহরণস্বরূপঃ
ক) ১৯৭১ সালে পাকিস্তান-বাংলাদেশ গৃহযুদ্ধ
খ) লিবিয়া গৃহযুদ্ধ
গ) মিসর গৃহযুদ্ধ
ঘ) সিরিয়া গৃহযুদ্ধ
ও অন্যান্য...

আপনাদের কাছে মুসলিম নির্যাতনের আরও কোন বিস্তারিত তথ্য থাকলে আমাকে তা মেইল করতে পারেন।
allahwala13@gmail.com



[ট্যাগঃ পীর-মুরীদি (মুরিদি) ব্যবসাধারী ভন্ড-পীর সহ ধর্মব্যবসায়ীদের জম রাজারবাগ দরবার শরীফরাজারবাগী পীর সাহেব কিবলা আলাইহিস সালাম]